দাউদকান্দি কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধনেশ্বর গ্রামে কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গত রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধনেশ্বর আনন্দ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ধনেশ্বর গ্রামের মোঃ শাহাজালালের দুই ছেলে মোঃ রোমান (১৮) ও মোঃ রেদোয়ান (১৫)। বর্তমানে তারা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সাকিব মীরের (১৮) নেতৃত্বে একদল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে রোমান ও রেদোয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনার সময় দুই ভাই চুল কাটার জন্য স্থানীয় বাজারে যাচ্ছিলেন। অভিযুক্তরা তাদের পথরোধ করে উপুর্যুপরি কুপিয়ে জখম করে। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত সাকিব ও তার দল দীর্ঘদিন ধরে ওই এলাকায় নানা সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে।এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।