সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ (সারিয়াকান্দি/সোনাতলা) নির্বাচনী এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। গত শনিবার তিনি সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেন।এছাড়াও চালুয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের অফিস উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। এসময় তিনি বলেন,আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশে থেকে ঘুষ, দুর্নীতি ও লুটপাট চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাব। এজন্য আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সকলে অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি মাওলানা জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম,সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুর ইসলাম, জামায়াত নেতা অ্যাডভোকেট শাহিন মিয়া ও ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
গণসংযোগে ব্যস্ত সময় অতিবাহিত করছেন অধ্যক্ষ শাহাবুদ্দিন
আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ (সারিয়াকান্দি/সোনাতলা) নির্বাচনী