নেত্রকোনার মদনে ৬০০ পিস ইয়াবাসহ জাহান মিয়া (২৭) ও লিজন মিয়া (২৩) দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতার জাহান মিয়া ও লিজন মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে।