হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানা কর্তৃপক্ষ।

গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেনÑ গুমানমর্দ্দন ইউনিয়নের মাহফুজ আলম প্রকাশ মানিক (১৯), আবদুল হক (২০), মো. মিনহাজুর রহমান (১৯), মির্জাপুর ইউনিয়নের মো. মইনুল হোসেন (২১) এবং হাটহাজারী পৌরসভার আল-নাহিয়ান (২০)। পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর গভীর রাতে গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর এলাকায় অবস্থিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলায় সাবেক এমপির চাচা আকবর আলীর ব্যবহৃত একটি প্রাইভেট কার পুড়ে যায়। পাশাপাশি বাড়ির রান্নাঘরসহ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ওমর আলী ফয়সাল বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।