দীর্ঘ ২৬ দিন ( (BAT)) ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়া বিএটি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। রাত-দিন ২৪ ঘণ্টা ধরে ঝড় বৃষ্টি উপেক্ষা করেও তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে অনড় থাকে।

একটি পক্ষ বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে শ্রমিকদের তাদের আন্দোলন থেকে তুলে দেওয়ার চেষ্টা করে ঠিক এ সময় শ্রমিকদের পাশে এসে দাঁড়াই বাংলাদেশ জামায়াত ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখা।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম এর নির্দেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এস এম মুহসিন এবং শহর শ্রমিক কল্যাণের সভাপতি লাকনুর রহমান নেতৃত্বে একটি টিম শ্রমিকদের আশ্বস্ত করে তাদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় তাদের পাশে আছে। সে মোতাবেক সকল সহযোগিতা করেন তারা।

একপর্যায়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম এবং কুষ্টিয়া জেলা প্রশাসকের মধ্যস্থায় শ্রমিক মালিক উভয় পক্ষ জেলা প্রশাসকের অফিসে দীর্ঘ আলোচনার পর উভয়পক্ষ একটি সমঝোতায় আসে এবং আন্দোলন থেকে সরে আসার প্রতিশ্রুতি দেয় শ্রমিকরা।

কোম্পানি লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে শ্রমিকদের দাবি (আংশিক) মেনে নেয় এবং পরবর্তীতে সরকারের করা মামলায় যে রায় আসে উভয়পক্ষই সেটা মেনে নেবে বলে জেলা প্রশাসককে আশ্বস্ত করে।