বরিশাল অফিস : চীন সরকারের অর্থায়নে প্রতিষ্ঠিত হাসপাতালের মধ্যে একটি বিশেষায়িত হাসপাতাল বরিশালে বিভাগের মধ্যে নির্মাণ ও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের রাস্তা নির্মাণ দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ এপ্রিল রোববার দুপুরে নগরীর সদর রোডে ‘দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবি, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা হতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত দুই লেনের সংকীর্ণ রাস্তার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সরকারের পক্ষ থেকে এই মহাসড়কটিকে ছয় লেলে উন্নীত করার উন্নীত করার উদ্যোগ নেয়া হলেও বর্তমানে এই প্রকল্পটি বাতিল হয়েছে। এ মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি নিয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। মহাসড়কটি অত্যন্ত সরু হওয়ায় যানজটও হচ্ছে নিয়মিত, ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে এই মহাসড়ক মৃত্যুফাদে পরিণত হয় যার ফলে পদ্মা সেতুর সুফল ভোগ করতে পারছে না দক্ষিণ অঞ্চলের অবহেলিত মানুষ।
বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানাচ্ছি। কেননা বরিশাল বিভাগে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আজ পর্যন্ত কোনো আধুনিক হাসপাতাল গড়ে ওঠেনি। পিছিয়ে পড়া বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এরকম একটি আধুনিক হাসপাতালের কোন বিকল্প নেই।