পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সেক্রেটারী জামায়াতের রুকন মাওলানা রফিকুল ইসলামের মৃত্যুতে পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, মাওলানা রফিকুল ইসলামের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। ইসলামী আন্দোালনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দিন।

মাওলানা রফিকুল ইসলাম শনিবার (২৩ আগস্ট) সকাল ৭ টায় হাসপাতাল নেয়ার পথে ব্রেইন স্ট্রোকে ইন্তেকাল করেন।