চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরীর চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২৯ জুন) সকাল ৮টা থেকে সোমবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত জেলার ১২টি হাসপাতাল ও ল্যাবে ২১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানে ১০ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষার ফল অনুযায়ী,চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩টি নমুনার মধ্যে ১টি,শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৩৮টি নমুনার মধ্যে ৭টি, ন্যাশনাল হাসপাতালে ৮টি নমুনার মধ্যে ১টি এবং এপিক হেলথ কেয়ারে ৫১টি নমুনার মধ্যে ১টি পজিটিভ শনাক্ত হয়। নতুন শনাক্ত ১০ জনের মধ্যে ৯ জনই নগরীর বাসিন্দা। চলতি জুন মাসে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭২ জন পুরুষ, ৭২ জন নারী এবং ১ জন শিশু। জেলায় আক্রান্তদের মধ্যে ১৪ জন মফস্বল এলাকার বাসিন্দা। করোনায় মৃত্যুর ঘটনাও ঘটছে চলতি মাসে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জুন মাসে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “গত ২৪ ঘণ্টায় ১২টি হাসপাতালে মোট ২১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চারটিতে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়। পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।” স্বাস্থ্যবিভাগের আশঙ্কা, সচেতনতা না বাড়ালে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে। তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।