ঝিনাইদহের মহেশপুরে ববিতা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি। তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সেদিন রাতে স্বামী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন ববিতা। রাত ১১টার দিকে তিনি বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ববিতা গড়াবাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী। কয়েকদিন আগে ওমান থেকে দেশে ফিরেছেন তার স্বামী। তাদের একমাত্র সন্তানের বয়স ১০ বছর। তবে কোনো কারণ ছাড়াই কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। তা নিশ্চিত করে বলতে পারেননি পরিবারের সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।