ডিমলা নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার ১০ নং পূর্ব ছাতনাই ইউনিয়নে চরমোনাই ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

(সোমবার) অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তারা দেশ ও ইসলামের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি তার বক্তব্যে বলেন, “দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। নতুন যোগদানকারীদের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে।”

এছাড়া উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজি হাবিবুর রহমান এবং সেক্রেটারি মাওলানা কাজি রুকুজ্জামান বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।