ফেনী সংবাদদাতা : বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ফেনী সদর উপজেলা স্কাউটস এর উদ্যোগে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ফেনী শাহীন একাডেমীতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইসমাইল হোসেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি সুলতানা নাছরিন কান্তার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভিন,শাহীন একাডেমীর গভর্নিং বডির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী,অধ্যক্ষ একরামুল হক ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ একেএম শামছুদ্দিন, জেলা স্কাউটের সহ-সভাপতি একেএম আবদুর রহীম, জেলা স্কাউট কমিশনার একেএম ফরিদ আহমেদ। উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি নুর মোহাম্মদ রেদওয়ানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস কমিশনার আবুল কাশেম ও উপজেলা স্কাউটস সম্পাদক আমীর হোসেন, যুগ্মসম্পাদক আশেক এলাহী।