ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশস্থল থেকে খেলনা পিস্তলসহ গ্রেপ্তার যুবককে দুমাস আগেও একই ধরনের অস্ত্রসহ গ্রেপ্তার করার জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, আরাফাত জামান (৩৮) নামের ওই যুবকটি মানসিকভাবে অসুস্থ। সোমবার রাত সোয়া ৮টার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন ইনকিলাব মঞ্চের নেতারা, যারা সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনে নেমেছেন।

আটকের পর তাকে শাহবাগ থানায় নেওয়া হয় বলে জানান শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, আরাফাত বিদেশে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। বর্তমানে তিনি কোনো পেশায় যুক্ত নন। রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, এই যুবককে গত অক্টোবরে খেলনা পিস্তলসহ পুলিশ ভবনের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় একটি খেলনা পিস্তল দেখিয়ে নিজেকে তিনি সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ঘোরাঘুরি করছিলেন।