ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএ এর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।
আলপনা ইয়াসমিন বলেন,‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হনিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা।কিন্তু নন এসি ভাড়া হবে ৬৯০ টাকা। তিনি বলেন,এছাড়াও অনেক যাত্রীদের কাছে থেকে ৯০০ শ এক হাজার টাকার বেশি ভাড়া নেওয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৩৪ ও ১০২ ধারার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষনিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ায় অভিযোগে হনিফ পরিবহনকে সতর্কতা করা হয়েছিলো। এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গতি নিয়ন্ত্রণ, কাগজ পত্র চেকিং সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের বন্দী ছিলেন এবং তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে মনিরুল ইসলামকে হাসপাতালে আনা হয় এবং প্রিজন সেলে চিকিৎসাধীন রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।