অপারেশন ডেভিল হান্টের আওতায় মানিকগঞ্জের সাত উপজেলায় ১৮ দিনে আওয়ামী লীগ, যুবলীগ, সাবেক ইউপি চেয়ারম্যান, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন সরকার। তিনি বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।