নতুন বাংলাদেশ গঠনে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশবাসীর জনমত গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
তিনি শনিবার বাদে আছর চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে পাহাড়তলি বাজার এলাকায় অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনের অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে এবং এটি একটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করবে।
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে ছিল। আমরা বিশ্বাস করি, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের মাধ্যমে দেশে সুশাসন, আইনের শাসন ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠিত হবে।” এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার করে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান তিনি।
পাহাড়তলি থানা জামায়াতের আমীর নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া মানেই একটি নিরাপদ, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়া।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।