বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘পলিসি সামিট-২০২৬’ আজ মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। পলিসি সামিট সকাল ৯টা থেকে শুরু হবে। এতে অংশ নিবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও সিনিয়র সাংবাদিকরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।