নড়াইল সংবাদদাতা : নড়াইলে জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পে জেলা পর্যায়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এ কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কিত নানা তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ^াস, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো: জেনারুল ইসলাম।
কৃষি উপকরণ বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার চারা ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও রাসায়নিক সার (১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি) ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
অবস্থান কর্মসূচি
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক, স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে। ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতাসহ, পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে; অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
স্মারকলিপি প্রদান
মেহেন্দীগঞ্জ দক্ষিণাঞ্চল কল্যাণ সমিতির উদ্যোগে ২৩ জুন ২০২৫ সোমবার বরিশাল জেলাধীন মেহেন্দীগঞ্জ উপজেলার চরগোপালপুর, জাঙ্গালিয়া, আলিমাবাদ, শ্রীপূর ইউনিয়ন মাসকাটা, কালাবদর, তেতুলিয়া নদীর ভাঙনরোধে ও প্রস্তাবিত ভোলা-বরিশাল সেতুর সাথে মেহেন্দীগঞ্জ উপজেলার সংযোগ সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসক বরিশালের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালা
আদমদীঘি (বগুড়া) : জনবান্ধব নিবন্ধন ব্যবস্থা কার্যকর ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের অধিনে কর্মরত দলিল লেখকদের এক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাব-রেজিষ্ট্রি অফিস কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।