গ্রাম-গঞ্জ-শহর
ডুয়ামের ইফতার ও দোয়া মাহফিল
রাজধানী ঢাকার স্টার হোটেল ও রেস্টুরেন্টে গত শনিবার অনুষ্ঠিত হলো ডুয়ামের বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের একটি আনন্দঘন ইফতার ও দোয়া মাহফিল।
Printed Edition

রাজধানী ঢাকার স্টার হোটেল ও রেস্টুরেন্টে গত শনিবার অনুষ্ঠিত হলো ডুয়ামের বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের একটি আনন্দঘন ইফতার ও দোয়া মাহফিল।
এসময় স্বাগত বক্তব্যে ডুয়াম স্কলারশিপের চিফ কো-অর্ডিনেটর আব্দুল বাশির তার বক্তব্যে বলেন, “ডুয়াম সকলের সহযোগিতায় এক নতুন উদ্দীপনায় শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত।” মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়ামের সম্মানিত সেক্রেটারি ডঃ আতিক মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ খালেদ হোসেন এবং ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ দেলোয়ার হোসাইন।
ডঃ আতিক মুজাহিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদেরকে একজন আদর্শবান এবং সমাজসেবক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের বিকাশে তোমাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে।”
আব্দুল বাশির তার বক্তব্যে ডুয়ামের সভাপতি সুরাইয়া নাহারের প্রতি কৃতজ্ঞতা জানান তার সকল সহযোগীতার জন্য এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া, এই ইফতার ও দোয়া মাহফিলটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার নতুন অধ্যায় যুক্ত হয়েছে।
মাহফিলের শেষ পর্যায়ে, ডঃ খালেদ হোসেন সকলের সাফল্য কামনা করে একত্রে হাত তুলে দোয়া করেন। তিনি ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রেরণা জোগানোর জন্য ডুয়ামের উদ্যোগের প্রশংসা করেন।
এভাবে ডুয়ামের এ বিশেষ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস এবং সহযোগিতার বাতাবরণ তৈরির লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। প্রেস বিজ্ঞপ্তি।