রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে ৫০ পিচ ও ১কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে রামগতি কোস্ট গার্ড। গত বুধবার ও বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই কাছে ৫০ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। পরে কোস্ট গার্ড রামগতি কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে রামগতি থানায় একটি মামলা দায়ের করেন ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ আবুল কাশেম বিএন জানান, জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে ব্যক্তির আইনাগ ব্যবস্থা গ্রহণ হয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোভিদ হোসেন জানান হাফিজ ও মিজু নামে দুই মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে রামগতি থানায় মাদক বিরোধী একাধিক মামলা রয়েছে।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

বাংলাদেশ বর্ডার গার্ড-এর নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মজনু আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এলাকাটিতে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।

ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য সহ তিন জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ও বিকেলে অনন্তপুর বিওপি’র বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করে। এ সময় জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত ২০১৩) সঠিকভাবে বাস্তবায়নের জন্য টাস্কফোর্স কমিটির সদস্য ও মাঠপর্যায় কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালেই উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

প্রশিক্ষণের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, “তামাক মানুষের স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনীতির জন্য একটি বড় হুমকি। আইন কার্যকর করতে মাঠপর্যায় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।”