ধুনট সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখা। ধুনট উপজেলা জামায়াতের আয়োজনে রোকন (সদস্য) সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ এ সকল প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রাথমিক তালিকায় প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল কারিম (ধুনট পৌরসভা), চিকাশী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রবিউল ইসলাম (চিকাশী ইউনিয়ন), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান (নিমগাছি), বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহেল বাকী (কালেরপাড়া), ওলামা বিভাগের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা গোলাম ফারুক (ধুনট সদর), বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল তালুকদার (চৌকিবাড়ী), মথুরাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম জিহাদী (মথুরাপুর), উপজেলা কর্ম পরিষদ সদস্য আমানুল্লাহ খাঁন (গোপালনগর), বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার বায়তুলমাল সাম্পাদক অধ্যাপক তরিকুল ইসলাম (ভান্ডারবাড়ী)। এসময় ধুনট উপজেলা ও সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।