গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে ছয় থেকে সাত সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতদল পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবার বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।

ভুক্তভোগী নাজমুল আলম জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে তিনতলা ভবনের নিচ তলায় বসবাস করেন। ভোররাতে ডাকাতরা পূর্ব পাশের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে প্রথমে দ্বিতীয় ও তৃতীয় তলায় হানা দেয়। পরে দ্বিতীয় তলায় তার শোবার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের হাত-পা বেঁধে ফেলে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রাখা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও চার লাখ টাকা লুট করে।

তিনি আরও জানান, ওই টাকা মূলত কোরবানির পশু কেনার জন্য রাখা হয়েছিল। এছাড়া স্থানীয় মসজিদ ও কবরস্থানের উন্নয়ন তহবিলের কিছু অর্থও ঘরে সংরক্ষিত ছিল। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে তার স্ত্রীর গয়না এবং এক মেয়ের বিয়ের জন্য প্রস্তুত করা গয়নাও ছিল। ডাকাতি শেষে ডাকাতরা পালিয়ে গেলে তাদের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে আসে।

ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় ডাকাতি এর আগে এলাকায় ঘটেনি। ভোররাতে বাড়িতে প্রবেশ করে এভাবে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করায় এলাকাবাসীর মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাও ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রিয়াদ মাহমুদ জানান, একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।