বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, গাজীপুর জেলা শাখার উদ্যোগে ৭ দফা দাবির পক্ষে সোমবার(২৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে প্রধান উপদেষ্টার নিকট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন এবং সদস্য সচিব প্রকৌশলী ফারুক আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।
এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন, আইডিইবির গাজীপুর জেলা সভাপতি প্রকৌশলী ইব্রাহিম খলিল, জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি ইসহাক দিপু,ছাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান,ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান,প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাহাবুল আলম, প্রকৌশলী আবসার উদ্দিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশে প্রায় ৮ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৪ লক্ষাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার, তাই দাবিগুলো অবিলম্বে পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
স্মারকলিপিতে যে দাবিগুলো উত্থাপন করা হয় তার মধ্যে রয়েছে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০ শতাংশে উন্নীত করা, যুগোপযোগী করে কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ, প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ছাড়া অন্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ নিষিদ্ধ করা, আন্তর্জাতিক মানদণ্ডে প্রকৌশল সংস্থার জনবল কাঠামো ১:৫ অনুপাতে প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি।
নেতৃবৃন্দ বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি বাস্তবায়ন দেশের উন্নয়ন ও শিল্প খাতে গুণগত মানোন্নয়নে বিশেষ অবদান রাখবে।