নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : গত শনিবার পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী নেছারাবাদ উপজেলায় দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। দিনের শুরুতে উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড এবং ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।

এতে পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা জামায়াতের আমীর জনাব মো তাফাজ্জল হোসাইন ফরিদ, বিশেষ অতিথি- জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মো জহিরুল ইসলাম, ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের সেক্রেটারি ও আদাবর থানা জামায়াতের আমীর মো আল আমিন সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো আব্দুর রশিদ। এ সময় তিনি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। দুপুরের নামাজ এবং খাবার বিরতি সেরে বিকালে উপজেলার জলাবাড়ি এবং সমুদয়কাঠি ইউনিয়নের বিভিন্ন বাজারে জনসাধারণ ও দোকানদারদের মাঝে গণসংযোগ করেন।