জামায়াতের জনসভা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে সাবেক সদস্য এবং সাথীদের নিয়ে এক প্রীতি সমাবেশ গত শুক্রবার নগরীর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। সমাবেশে আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর জনসভা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের সাবেক সদস্য এবং সাথীদের সহযোগিতা করার আহবান জানানো হয়। এসময় এস্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
রংপুরে সাবেক সদস্য ও সাথীদের নিয়ে প্রীতি সমাবেশ
জামায়াতের জনসভা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে সাবেক সদস্য এবং সাথীদের নিয়ে এক প্রীতি সমাবেশ গত শুক্রবার নগরীর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।