খুলনার রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রূপসা উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দীনের ছেলে মো. জাহিদুজ্জামান (৪৮), মো. জোনায়েদ (৫৫) ও মো. মোশারফ হোসেন (৪২), মো. জোনায়েদের ছেলে শেখ জিদান (২৬), লুৎফর রহমানের ছেলে মো. মিজানুর (৪৩) ও আজানুর মুন্সি (৩৬); মৃত মোজাহার উদ্দীনের ছেলে জহির উদ্দীন (৩৬) এবং মৃত আলতাফ হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৪০)। এ অভিযানে সন্ত্রাসীদের গ্রেফতারসহ দেশীয় তৈরি পিস্তল ১টা, দেশীয় তৈরি পাইপগান ৪টা, দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ১টা, ছোট আকৃতির চাকু ১টি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অস্ত্র উদ্ধার এবং জব্দ করে থানায় এজাহার ও জব্দতালিকা প্রস্তুতসহ মামলা করা হয়েছে।
অপরদিকে ফুলতলায় সুমন হত্যা মামলার প্রধান আসামী মোমিন গাজী (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার রাতে যশোর জেলার কোতয়ালী থানাধীন দাইতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোমিন গাজী (২৮) খুলনা জেলার ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামের মো. নাজিম গাজীর ছেলে।
র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সুমন হত্যা মামলার প্রধান আসামি যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র্যাব-৬ (সিপিসি-৩) এর সহায়তায় যশোর জেলার কোতয়ালী থানাধীন দাইতলা বাজার হতে সুমন মন্ডল হত্যা মামলার প্রধান আসামি খুলনা জেলার ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামের মো. নাজিম গাজীর ছেলে মোমিন গাজীকে গ্রেফতার করেন।