আমজাদ হোসেন, পার্বতীপুর সংবাদদাতা : দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে পার্বতীপুর ও ফুলবাড়ী ২টি উপজেলা নিয়ে দিনাজপুর-৫ আসন। উপজেলা ২টির মধ্যে পার্বতীপুর উপজেলার সুনাম ও খ্যাতি রয়েছে সারা দেশে। চার লাইনের রেল জংশন, বড়-পুকুরিয়া কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, পাথর খনি, রেলওয়ে লোকোমটিভ কারখানা, উত্তর পশ্চিম মৎস্য সম্প্রসারণ প্রকল্প, শহীদ মাহবুব সেনা নিবাস থাকায় বেশ পরিচিত পার্বতীপুর উপজেলা। জেলা শহর থেকে পার্বতীপুরের দূরত্ব ৩০ কিলোমিটার আর ফুলবাড়ীর দূরত্ব ৩২ কিলোমিটার।

১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সরদার মোশারফ হোসেন, ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ী উপজেলা থেকে মোঃ মনসুর আলী সরকার সংসদ সদস্য নির্বাচিত হন। একই উপজেলা ফুলবাড়ী থেকে ১৯৮৬ সালে আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন ১৪ দল জোট সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিতে প্রার্থী নিয়ে দলীয় কোন্দল চরমে থাকায় জামায়াত ব্যাপকহারে তাদের প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে। সাধারণ মানুষের কথা, সবাইকে দেখা শেষ এবার হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ। আওয়ামী লীগের শক্তঘাটি ছিল এই দিনাজপুর-৫ আসন। এ আসনে বিএনপি থেকে এজেডএম রেজওয়ানুল হক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বাচ্চু, ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান ও সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা বাবু এ ৪ জন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী প্রার্থী প্রচার প্রচারনা ও গণসংযোগ চালিয়ে গেলেও অবশেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবি ও আস্থাভাজন ব্যারিষ্টার একেএম কামরুজ্জামানকে গত ৪ ডিসেম্বর ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন ঘোষণা করা হলে পার্বতীপুর বিএনপি’র মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দেয়। গত ৫ ডিসেম্বর থেকে টানা ৪ দিন পার্বতীপুর বিএনপি মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম রেজওয়ানুল হককে মনোনয়ন দেওয়ার দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেও মনোনয়ন পরিবর্তনের দাবী জানায় এজেডএম রেজওয়ানুল হক সমর্থকরা। পার্বতীপুর-ফুলবাড়ী বিএনপির মধ্যে চারভাগে বিভক্তি ও দলীয় কোন্দল চরম আকার ধারণ করায় জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ¦ মো: আনোয়ার হোসেন আছেন অনেকটাই সুবিধাজনক অবস্থানে।

অপর দিকে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ গ্রামের সহকারী অধ্যাপক মো: রুস্তম আলীয় স্বতন্ত্র প্রার্থী হিসাবে দীর্ঘ ৩ বছর থেকে পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলায় গ্রামগঞ্জ হাট-বাজারসহ বিভিন্ন মোড়ে মোড়ে স্বতন্ত্র প্রার্থী হিসোবে প্রতিদ্বন্দিতা করার জন্য জনগণের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তিনি নির্বাচিত হলে জনগণের যে কোন সুবিধা অসুবিধায় পাশে থাকবেন বলে অঙ্গিকার করছেন।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশীল ঘোষণার পর পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার তৃনমুল বিএনপি’র দ্বন্দ-ক্ষোভ, হতাশা ও দলীয় কোন্দল আগের চেয়ে বেড়েছে কয়েকগুণ। ৩৬ জুলাই পরবর্তী উপজেলা ২টির হাট-বাজার, ক্ষেত-খামার আর চা স্টলসহ গ্রামাঞ্চলের গাছতলা আর রাস্তার মোড়ে মোড়ে সাধারণ মানুষের আড্ডায় বিএনপি দলীয় নেতাদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার দাপটের প্রসঙ্গ টেনে এনে নিজেরাই তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন। এই দুই উপজেলায় জামায়ত নেতা কর্মীরা ব্যাপক হারে উঠোন বৈঠক, গণসংযোগ, পথসভা করলেও দলীয় কোন্দলে থাকা বিএনপি এখনোও মাঠ গোছাতে পারেনি। জামায়াতের প্রার্থীকে দাঁিড়পাল্লায় ভোট দেওয়ার আলোচনা চলছে সর্বত্রই।

জাতীয় পাটি ফ্যাসিস্ট আওয়ামীলগের দোসর হওয়ায় এ আসনে কোমায় চলে গেছে। অপর দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন হওয়ায় কিছু তরুণের মাঝে কানাঘুষা থাকলেও গ্রাম অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষের মনে তেমন কোন জায়গা করে নিতে পারেনি এনসিপি থেকে মনোনয়ন পাওয়া নেতা ডা: আব্দুল আহাদ আলী।

২০১৪ সালে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালিন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সাবেক উপজেলা আমীর আলহাজ্ব মো: আনোয়ার হোসেন ৮৮ হাজার ৫শ ২৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ভোটারদের মাঝে সৎ, দক্ষ, নির্ভিক ও যোগ্য নেতা হিসাবে তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ¦ মো: আনোয়ার হোসেন পার্বতীপুর ফুলবাড়ী উপজেলায় ১০ হাজারের বেশি মৃত ব্যক্তির জানাযায় অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। ফলে পরিচিত মুখ হিসাবে আনোয়ার ভাই নামে তার নাম সাধারণ মানুষের মুখে মুখে।

পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে দিনাজপুর-৫ সংসদীয় আসন। ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা, ১টি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে পার্বতীপুর গঠিত। অপর দিকে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ফুলবাড়ী গঠিত। সর্বশেষ তথ্য অনুযায়ী পার্বতীপুর উপজেলায় মোট ৩ লাখ ১৪ হাজার ৭শ ১০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৫৭ হাজার ১শ ৩৪ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫শ ৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছে ২জন। পার্বতীপুরে স্থায়ী ভোট কেন্দ্র সংখ্যা ৮৯ এবং ৬শ ৬৭টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী কক্ষ ৬শ ২ ও অস্থায়ী কক্ষ ৬৫টি নির্ধারণ করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলায় ৫২টি ভোট কেন্দ্রে মোট ২ লাখ ৫৩ হাজার ৯শ ৮১ জন ভোটার ভোট দিবেন। ৩শ ৩৩টি ভোটকক্ষের মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩শ ২৯টি এবং অস্থায়ী ৪টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।

তপশীল ঘোষণার আগেই জামায়াত মনোনীত প্রার্থী সভা সমাবেশ করাসহ তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের একত্রিত করে মাঠ গুছিয়ে জনপ্রিয়তায় তুঙ্গে অবস্থান করছেন। জাতীয়তাবাদীদল (বিএনপি) এর বিএনপির কেন্দ্রিয় কমিটি অন্যতম সদস্য জেলা বিএনপির আহবায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ. জেড. এম রেজওয়ানুল হক বিগত ১৭ বছর অসুস্থ্য থাকায় রাজনীতির মাঠে তেমন তৎপর না থাকায় ধানের শীষ প্রতীক চলে যায় ফুলবাড়ীর কৃতি সন্তান লন্ডন প্রবাসী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামানের হাতে। দলীয় কয়েকজন নেতাকর্মী নিয়ে সাধারণ ভোটারের মাঝে পরিচিত হতে তার ছয় মাস চলে যায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠ হলে জামায়াত মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক জয়লাভ করবে এমনটাই মনে করছেন দুই উপজেলার সাধারণ মানুষ।