আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আগৈলঝাড়া উপজেলা শাখা।
গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি। তার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন সংগঠন প্রতিবাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আগৈলঝাড়া উপজেলা শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারন মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবির সভাপতি কাইফুর রহমান।