রাজশাহী জেলার গোদাগাড়ীর হাটপাড়া ঘাটের উপর পদ্মা নদীর ধার হতে ৫টি সোনার বারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে গ্রেফতার পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মোশারফ হোসেন(২০)। মোঃ মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বকচর গ্রামের মোঃ নাইমুল ইসলামের পুত্র। সম্প্রতি তাকে গ্রেফতার করে গোদাগাড়ী থানা পুলিশ।

জানাগেছে, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) এম এ কুদ্দুস গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন ব্যক্তি স্বর্ণ পাচারের উদ্দেশ্যে গোদাগাড়ীর হাটপাড়া ঘাটের উপরে পদ্মা নদীর ধারে অবস্থান করেেছ। এমন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মোঃ মোশারফ হোসেনের দেহ তল্লাশি করে মোড়ানো ৫টি সোনার বারের কাটা অংশ উদ্ধার করে। যার ওজন ওজন ২৯৪.১৩ গ্রাম। এসময় স্বর্ণ চোরাকারবারি চক্রের ডাবলু ও জাহিদ নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।