সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আর কখনো ধর্মের ভিত্তিতে বিভাজন করা যাবে না। ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এই দেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতেই আমরা রাজনীতি করি। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের ভিত্তিতে সারা দেশে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের রাজনীতির লক্ষ্য দুনিয়ার ক্ষমতা অর্জন নয়; বরং মানুষের সেবা করা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা। এ কারণেই অতীতের মতো আবারো সাতকানিয়া-লোহাগাড়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাই মিলেমিশে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে লোহাগাড়া উপজেলার কলাউজান হিন্দুরহাট রাধাকৃষ্ণ কালী মন্দির মাঠে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের পাশে ছিলাম। সংসদ সদস্য থাকাকালীন সময়ে এই এলাকায় শিক্ষা, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক অবকাঠামো ও জনকল্যাণমূলক খাতে ব্যাপক উন্নয়ন করেছি। হিন্দু সম্প্রদায়ের মন্দির উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, স্কুল-কলেজের উন্নয়নসহ সকল সম্প্রদায়ের ন্যায্য অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করেছি। তিনি বলেন, উন্নয়ন মানে কেবল ইট-বালুর কাজ নয়; উন্নয়ন মানে মানুষের নিরাপত্তা, মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের কারণে অনেক সময় জনগণের পাশে থাকা সম্ভব হয়নি। কিন্তু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আবারও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই সুযোগকে বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লোহাগাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইদ্রিস। তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আন্তরিকভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। সভায় আরও উপস্থিত ছিলেন কলাউজান হিন্দুরহাট রাধাকৃষ্ণ কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু পরিমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক ধুর্জুটি প্রশাদ দাশ, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ কান্তি দাশ, সাবেক মেম্বার খোকন কান্তি দাশ, সাবেক সভাপতি বাবু টিটু মহাজন ও প্রশান্ত মহাজন।

মাস্টার প্রদীপ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি দেন কলাউজান ইউনিয়ন জামায়াতের আমীর ডাক্তার মোহাম্মদ সিদ্দিক, ইউনিয়ন সেক্রেটারি রেজাউল করিম, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ, নায়েবে আমীর নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মোঃ শাহেদ, অ্যাডভোকেট মোঃ নওশাদ, অ্যাডভোকেট মারুফ বিন কবির, বিশিষ্ট ব্যবসায়ী সারওয়ার কামাল ও কুতুব উদ্দিন, নুরুল আমিন, আবুল মনসুর, শামসুল ইসলাম সওদাগর, তারেক বিন কবির, কফিল উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতা এইচ আর শহিদসহ অনেকে। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ শাহজাহান চৌধুরীর অতীত ভূমিকার প্রশংসা করেন এবং সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।