শরীয়তপুর সংবাদদাতা : নড়িয়ায় বিএনপির নির্বাচনি আলোচনা সভাস্থলের পাশে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল বোমা ও ককটেলের কিছু র্ধ্বংসাবশেষ উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সুত্রে জানাগেছে. শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার রাতে স্থানীয় বিএনপির নির্বাচনি আলোচনা সভা চলছিল। হঠাৎ বিকট শব্দে সভাস্থলে থাকা নেতাকর্মীরা আতঙ্কে ছোটাছুটি শুর করে। এর পর আরও অন্তত ২০টি ককটে বোমার বিষ্ফোরন ঘটিয়ে দুস্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি করার লক্ষে আমাদের আলোচনা সভা চলছিল। হঠাৎ ককটেল বোমার শব্দে নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পরে। ঘটনা ঘটিয়ে দুস্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। দুস্কৃতিকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি এটি স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারনে ঘটে থাকতে পারে। এ বিষয়ে আমরা অভিযোগ ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।