সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। সম্প্রতি এডিপির অর্থায়নে জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও আনুষ্ঠানিক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ তুলে দেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী অনিক ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মেনহাজ, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ইউপি সদস্য আমিনুল ইসলাম, সাইদুল ইসলাম, ইয়াছিন আলী, আবুল কালাম এবং ইউপির প্রশাসনিক কর্মকর্তা আফলাক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
ইউএনও মোহাম্মদ কাজী অনিক ইসলাম বলেন, “এডিপির অর্থায়নে জামালপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করতে পেরে ভালো লাগছে। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং অভাবী পরিবারগুলোর পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, এ কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।”