০৮ মে, অবৈধভাবে শিকার করা দেডশ মণ ইলিশ মাছের জাটকা আটক করেছে, এর মূল্য৪৫ লাক্ষ টাকা, ইলিশসহ তিনটি ট্রলার ও জব্দ করেছে মৎস অধিদপ্তর ও কোস্টগার্ড। বুধবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি জানান মঙ্গলবার রাত একটায় হতিয়া কোস্টগার্ড স্টেশন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে হরণী ইউনিয়নের টাংকিঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তিনটি ফিশিং বোট (এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল) তল্লাশি করে প্রায় ৪৫ লাখ টাকার ৬ হাজার কেজি (১৫০ মণ) ইলিশ মাছ ও তিনটি বোটসহ ৫৬ জন জেলেকে আটক করা হয়।
পরে জব্দকৃত এসব মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত তিনটি ট্রলারের মালিকদের তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে এবং ৫৬ জন মাঝিমাল্লারকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।