চট্টগ্রামের কাট্টলীতে সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে প্রতিবেশীর ঘুষির আঘাতে ৬০ বছর বয়সী এক বয়ঃবৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরের আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলীর ইশান মহাজন রোডের বড় কালী বাড়ি এলাকার ডোবার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম শ্যামল চৌধুরী। তিনি অত্র এলাকার নিহত দয়াময় চৌধুরীর ছেলে। নিহতের ১ ছেলে। তার ছেলের নাম আকাশ চৌধুরী। নিহত শ্যামল পেশায় একজন চাকরীজীবী। নগরের টেরিবাজার এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতের ছেলে আকাশ চৌধুরী জানান, বিগত কয়েক বছর যাবত প্রতিবেশী বিশ্বজিত, বিজয় ও রিশুদের সাথে সরকারি রাস্তার একটি জায়গা নিয়ে দন্ধ চলছিল। ওইদিন দুপুরে উক্ত জায়গা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বিশ্বজিত তার বাবাকে ঘুষি মারে। পরবর্তীতে শ্যামল চৌধুরী মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা আশংকাজনক অব¯’ায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরের আকবরশাহ থানার এসআই রিমন ঘোষ। তিনি বলেন, মামলা পক্রিয়াধীন আছে। কাজ শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।