বগুড়া অফিস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিত্যনতুন কৌশলে নিজেদের শক্তির জানান দিচ্ছেন প্রার্থীরা। এবার মাছ ফর দাঁড়িপাল্লা স্লোগানে নিজের জনপ্রিয়তা জনগণের সামনে তুলে ধরলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। গতকাল শনিবার সকালে দুপচাঁচিয়া পৌরসভা টু তালোড়া পৌরসভা পর্যন্ত এই গণমিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। সকাল ১০টায় মার্চ ফর দাঁড়িপাল্লা দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে তালোড়া পৌরসভা এলাকায় গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা রং বেরংয়ের দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে জামায়াতের প্রার্থী ও দাঁড়িপাল্লার পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। পরে তালোড়া রেলস্টেশন এলাকায় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসন পরিচালক কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুর নূরের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি কেএম হেলালুল ইসলাম ও এ্যাসিসটেন্ট সেক্রেটারি ফরিদ উদ্দিনের পরিচালনায় মার্চ ফর দাঁড়িপাল্লা পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, ছাত্রশিবির নেতা সাইয়েদ কুতুব সাব্বির, মোজাফ্ফর হোসেন, আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমীর মাওঃ ওমর আলী, তালোড়া পৌর জামায়াতের আমীর আব্দুল হাই বাবু প্রমুখ। এসময় উপজেলা জামায়াতের সাবেক আমীর মুনসুর আলী, সাবেক সেক্রেটারি আশরাফ আলী, মতিউর রহমান, মাওঃ জালাল উদ্দিন, সহকারী সেক্রেটারি আজাহার হোসাইন, কর্মপরিষদ সদস্য সালারে আযম চৌধুরী, সাইফুল ইসলাম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, আজকের এ সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে দুপচাঁচিয়া ও তালোড়ার মানুষ শান্তি চায়। শান্তির প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ার এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলমান সবার ভালোবাসায় এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে, ইনশাল্লাহ।