নাটোরে দেড় মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আগামী ১৪ই জুন শনিবার সমাপ্তি হতে যাচ্ছে।
বৃহস্পতিবার রাত আটটায় নাটোর সদর থানা সংলগ্ন মাঠে নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মোতাকাব্বীর আহমেদ।
নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ আব্দুল মান্নাফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসিম উদ্দীন নাসিম।
বক্তারা বলেন, মেলার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় উৎপাদিত পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরী হয়েছে। ফলে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি বিনোদনের ক্ষেত্র হিসেবে মেলা অনবদ্য ভূমিকা পালন করেছে। এবার ঈদের সাথে মেলার টাইমিং হওয়ায় জনগণ অনেক বাড়তি আনন্দ উপভোগ করেছে।
আগামীতে আমরা মেলা আয়োজকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে অর্থনীতিতে গতিশীল আনতে সবাই কাজ করে যাবো।
এবারে মেলায় দেশের পনেরোটি জেলার ব্যবসায়ীরা ৫০টি স্টল এবং তিনটি প্যাভেলিয়নে তাদের পণ্যসমূহ প্রদর্শন করেন। মেলায় শিশুদের জন্য পাঁচটি রাইডের ব্যবস্থা করা হয়।