চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ মহাবুল মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন বিকেলে শহরে হাটকালুগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মহাবুল মন্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম-সেবা) সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থানকালে মহাবুল মন্ডলকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে চার বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।