গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে অপহরণের পর খুলনায় আটকে রাখা হয়েছিল। অপহরণের একদিন পর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় যুবদল ও জাতীয় নাগরিক কমিটির নেতা, এক সাংবাদিকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম জানিয়েছেন, রবিবার বিকেলে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের আটক করা হয়।
ফরিদপুর : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিতে ফরিদপুর শহরে মহড়া দিয়েছে কোতয়ালী থানা পুলিশের সদস্যরা। বুধবার (১৯ মার্চ) বিকালে কোতয়ালী থানার ওসির নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া বের করা হয়।
কোতয়ালী থানা থেকে বের হয়ে টেপাখোলা গিয়ে সেখান থেকে পুনরায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় মহড়া।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, শহরে বসবাস কারী ও বাইরে থেকে যারা শহরে ঈদের মার্কেট করতে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে এই মহড়া দেওয়া হয়। যাতে করে শহরবাসী নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন। এছাড়া অপরাধীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য তৎপর রয়েছে পুলিশ। ঈদ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকাবে বলেও জানান।
নীলফামারী : সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশীকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৬ বিজিবির একটি আভিযানিক দল পঞ্চগড় জেলার বোদা থানাধীন মালকাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৭৭৪/৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ীপাড়া নামক স্থান হতে গতকাল ১৯ মার্চ গভীর রাতে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বোদা থানার জগদ্বীস চন্দ্র রায় এর ছেলে শ্রী পরিতোষ কুমার (২৭), পরিতোষের স্ত্রী রাধিকা রানী (২৩) ও তার মেয়ে বৈষ্ণবী রানী (৩)। ৫৬ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আটককৃতরা আনুমানিক ২ মাস ১৫ দিন পূর্বে কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে শিলিগুড়িতে গমন করে।
আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে বগুড়ার সান্তাহার থেকে তিনজন ভ্যান চোরকে আটক করেছে। এসময় চোরাই দুটি অটো চার্জার ভ্যান উদ্ধার করে পুলিশ। বুধবার আত্রাই উপজেলার মহাদিঘী এলাকা থেকে ভ্যানগুলো চুরি হয়। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন বলেন, বুধবার উপজেলার মহাদিঘী এলাকা থেকে দুটি অটো চার্জার ভ্যান চুরি হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতেই বগুড়ার সান্তাহার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বীরগঞ্জ : দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ ১০ হাজার ৫শ ৪০ টাকা উদ্ধারসহ ৬ জুয়ারুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার সামাজিক বন থেকে জুয়া খেলা অবস্থায় পাল্টাপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে সাবেক মেম্বার কাঞ্চু শেখ(৪৫), পৌরসভার মাকড়াই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন(৫২), হাটখোলা এলাকার রমজান আলীর ছেলে আনিছুর রহমান(৪০), মাকড়াই সুজালপুর এলাকার অমূল্য চন্দ্র রায়ের ছেলে বিমল চন্দ্র রায়(৩৫), পৌরসভার মাকড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু ইসলাম(৪০), পৌরসভার মাকড়াই গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম(৩০) কে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে বীরগঞ্জ থানার একটি চৌকস টিম।
বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের আরাজি শিকারপুর গ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের ৩০ জন। গতকাল বৃহস্পতিবার (২০) মার্চ বিকেলে এ ঘটনা ঘটে।
আহতদের উপজেলা হাসপাতালে ৪ জন ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বোদা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় দুইপক্ষের ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয়রা জানায়, আরাজি শিকারপুর এলাকার কলেজ শিক্ষক তরিকুল ইসলামের পরিবারের সাথে পার্শ্ববর্তী বানিয়াপাড়া এলাকার জিয়াউর রহমানের পরিবারের সাথে জমি নিয় দীর্ঘদিন ধরে বিরোধ।
আশাশুনি : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ও ১০০গ্রাম গাজাসহ ৩ আমামীকে গ্রেফতার করেছে। আসামীদের শুক্রবার(২১ মার্চ) আদালতে চালান দেওয়া হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে পুলিশ পদির্শক(তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ,এএসআই মোঃ হান্নান মিয়া, এএসআই মোঃ আঃ সালাম অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বড়দল গ্রামের মৃত মোকাম বিশ্বাসের ছেলে আছাদুল বিশ্বাসকে গোয়ালডাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেন। এসংক্রান্ত মাদক আইনে ১৫(৩)২৫ নং মামলা রুজু করা হয়েছে। অপর অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আরার গ্রামের নাজিমুদ্দীন মালীর ছেলে শিমুল হাসানকে আরার এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে ১৬(৩)২৫ নং মামলা রুজু করা হয়েছে। এছাড়া আশাশুনি থানা মামলা নং-২০(৭)২৪ এর আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত জয়নুদ্দিন সরদারের ছেলে আব্দুস সাত্তার সরদারকে থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একজন মৎস্য চাষি সহ ৩ জন কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আহতরা হলেন- বাগরামা গ্রামের মৃত এ.কে.এম ফজলুল হকের ছেলে মো. মাহবুব আলম লিটন (৫২), লিটন এর ছেলে আল আমিন (২৭) ও মাহবুব রাকিবুল হাসান (২৫)। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিপক্ষ বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম মেম্বার এসময় দলবল নিয়ে ওই ব্যবসায়ীর ঘর-বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। গত মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামে ওই ঘটনা ঘটে।
এদিকে ওই ঘটনায় কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর ৪নং আমলী আদালতে গত বৃহস্পতিবার (২০ মার্চ) একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. মাহবুব আলম লিটন। এতে বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম মেম্বার (৫৫), একই গ্রামের আবুল হাসেমের ছেলে শিপন (২৩), আমির হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৩), আবুল হোসেন এর ছেলে ফরহাদ (২৩, আঃ লতিফের ছেলে মেহেদী (২৫) সহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামী করা হয়।
মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে সপ্তম শ্রেণির এক ছাত্রী অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে মেয়েটির চাচা মদন থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। উপজেলার বাঁশরী কোনাপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে।
বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানের নুর মোহাম্মদ (৫৪) নামে নাশকতা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী নুর মোহাম্মদ বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম মনকিরচর এলাকায় সাদেক আলীর বাড়ির মৃত আবুল কাশেমের পুত্র।
এস আই ইমাম হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ- আদালতে সোপর্দ করা হয়েছে।
দাউদকান্দি (কুমিল্লা) : বুধবার (১৯ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির তালতুলী নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সড়কের পাশে লাশ পরে আছে এমন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ বুধবার বিকেল সারে ৫টায় মহাসড়কের তালতুলী নামকস্থান থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। দাউদকান্দি মডেল থানার ওসি সো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে।
ঝিনাইদহ : সদর উপজেলার সোনাদহ বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। সে গোয়ালপাড়া গ্রামের মৃত আইনুদ্দিন মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ভোর রাতের দিকে ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের সোনাদহ বিলে মাছ ধরতে যায় আব্দুল লতিফ। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে সকালে কৃষকরা বিলে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়। সেসময় পুলিশ তার পরিবারের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
মৌলভীবাজার : দৈনিক রূপালী বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য এম.শাহজাহান আহমদ এর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে সদর হাসপাতাল জামে মসজিদের সম্মুখে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
ছাতক : ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকায় দখলকৃত সরকারী জমি উচ্ছেদের পর পুনরায় দখল করার অভিযোগ উঠেছে। এবিষয়ে এলাকার দু’পক্ষ গত ১৫ মার্চ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন। জনসাধারনের চলাচলের জন্য রাস্তার জমি দখল নিয়ে এলাকার দু’পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় চাঁপা উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে উভয় পক্ষের মধ্যে দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা করছেন স্থানীয়রা।
নরসিংদী: নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের নারী পুরুষসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় যাত্রী সেজে মকবুল হোসেন নামের এক ভ্যান চালকের ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যান চালক উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার মৃত আবেদ আলী সরকারের ছেলে। খবর পেয়ে ভ্যানটি উদ্ধারে কাজ শুরু করেছে থানা পুলিশ।
নরসিংদী : নরসিংদীর রায়পুরায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার রাতে ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ভিডিও ধারণকৃত ফোনসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র্যাব-১১ নরসিংদী এর উপপরিচালক সাদমান ইবনে আলম।
গ্রেপ্তারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিযনের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ রবিবার বেলা ১১ টায় বাইশারী তদন্ত কেন্দ্র হলরুমে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক এর সভাপতিত্বে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম বার।
হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ১নং খট্টামাধব পাড়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ছদরুল শামিম স্বপন এর বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে ভুক্তভোগীরা। রোববার সকাল ১১ টায় উপজেলার মংলা-কাঠলাবাজার সড়কের নয়নগর গ্রামে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর চেয়ারম্যান ছদরুল শামিম স্বপন এরপর কুশপুত্তলিকা পুড়িয়ে দেন বিক্ষুদ্ধরা।