শার্শা (যশোর) সংবাদদাতা : নানা জল্পনা-কল্পনা, সম্ভাব্য একাধিক প্রার্থীর নাম ঘিরে রাজনৈতিক উত্তাপ এবং তৃণমূল পর্যায়ের নানা সমীকরণের অবসান ঘটিয়ে অবশেষে যশোর-১ (শার্শা) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের হাইকমান্ড তৃণমূলের মতামত ও দীর্ঘদিনের ত্যাগী রাজনীতিককে গুরুত্ব দিয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের ওপর আস্থা রেখেছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে মাঠের ত্যাগী রাজনীতির স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।

গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আনুষ্ঠানিক ঘোষণাপত্রে নুরুজ্জামান লিটনকে যশোর-১ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও মনোনীত প্রার্থী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।দলীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে আসনটিতে একাধিক নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তৃণমূলের মতামত, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করেই লিটনের নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় নেতৃত্ব। দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থেকে শার্শায় বিএনপির সাংগঠনিক ভিত শক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিটন।দলের নেতারা বলছেন, নুরুজ্জামান লিটনের বড় পরিচয় তিনি কাগুজে নেতা নন, তিনি রাজপথের পরীক্ষিত সংগঠক।