গাইবান্ধা সংবাদদাতা : জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে পৌর শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ, গাইবান্ধা প্রেসক্লাব, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, সহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাথীরা, সাংস্কৃতিক কর্মীরা এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। শেষে দেশ ও জাতির মঙ্গলকামনা সহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার ও ওসি আজিম উদ্দিন প্রমুখ। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সঞ্চালনায় এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধ, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও সুধিজনরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, পাকিস্থানী বাহিনী তাদের পরাজয় অনুধাবন করতে পেরে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে। বুদ্ধিজীবীরা একটি বৈষম্যহীন দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মীরসরাই : বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখা এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভা ও ৯নং সদর ইউনিয়ন এর যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা (চট্টগ্রাম -১) থেকে সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী, বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যটর্নি জেনারেল এ্যডভোকেট সাইফুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৯নং সদর ইউনিয়ন এর বাংলাদেশ জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ ফারুক উদ্দিনের সঞ্চালনায় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার আমীর মাওলানা নূরুল কবীর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ সভাপতি জাফর আহমদ, মীরসরাই উপজেলা শাখার অফিস সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শিকদার প্রমুখ।
এসময় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভার সকল ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মী বৃন্দ এবং মীরসরাই ৯নং সদর ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ সহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটির কর্মসূচির অংশ হিসেবে চান্দিনা উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রমুখ।
হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংগঠিত শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ বৃদ্ধিজীবীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসীন মাসনাদ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্বা কমান্ডার মো. রফিকুল ইসলাম রফিক, কৃষক দলের জেলা আহ্বায়ক, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলে নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন।
চকরিয়া সংবাদদাতা: চকরিয়া পৌরসভা জামায়াতে উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পৌর আমীর মো. আরিফুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।