চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল নেতাকর্মীদের নিয়ে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতনবাজার, কাপড়পট্টি, দাউদপুর রোডসহ কয়েক এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে দাঁড়িপাল্লা তুলে দেন। এসময় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই এগিয়ে যেতে চাই। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে। এর পাশাপাশি সদর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়তে তোলা হবে। এলাকার উন্নয়ন, জনসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। ইসলামের শান্তি পৌছায় দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিকল্প নেই, আমরা মাঠে কাজ করছি আলহামদুলিল্লাহ সকলের সারা পাওয়া যাচ্ছে, মানুষ এখন শান্তি চায়। দেশ সংস্কারে জামায়াতের ইসলামীর বিকল্প নেই। জনগণের আশা-আকাক্সক্ষার পূরণে জামায়াতের প্রার্থীকে নির্বাচিত করা প্রয়োজন। তাই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আগামী নির্বাচনেও দাঁড়িপাল্লার পক্ষে থাকবে জনগণ। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা চাঁপাইনবাবগঞ্জ। ধর্মবর্ণ নির্বিশেষে ভোটাররা পূর্বেও যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন, আগামীতেও তেমনিভাবে করবেন । এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গোলাম রাব্বানী, ইন্ডাস্ট্রিয়ালিস্টস ্ এন্ড বিজিনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার সেক্রেটারি তরিকুল আলম, পৌর শাখার সভাপতি ইকবাল আহমেদ, সেক্রেটারি শামসুজ্জোহা মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী
Printed Edition