নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারি) বিকালে বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে দেড় শতাধিক অচ্ছল নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বেকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ আবুল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা শাখা আমীর মাওলানা রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা যুব সভাপতি ডা. এম. এ. মান্নান, বারাপুষা উত্তর পাড়া জামে মসজিদ, ইমাম ও খতিব মাওলানা নুরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেকড়া ইউনিয়ন সভাপতি মোঃ হাজী তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম বলেন, শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবকল্যাণে বিশ্বাসী এবং নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন- সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ।