নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মোদকপাড়ায় তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) গভীর রাতে ওই গ্রামের শংকর মোদক, রাধারমন মোদক ও বিপুল মোদকের বাড়িতে ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণলংকার, মোবাইল সেট ও টিভিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাত তিন টার দিকে উল্লেখিতদের বাড়িতে একযোগে হামলা চালায়। এসময় বাড়ির লোকজনদের হাত পাঁ বেধে রেখে ডাকাতি করে ডাকাতদল। এ ডাকাতির ঘটনার ব্যাপারে জানতে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জব্বারের সাথে কথা বলতে মোবাইলে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গ্রাম-গঞ্জ-শহর
মনোহরদীর চালাকচরে এক রাতে তিন বাড়িতে ডাকাতি
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মোদকপাড়ায় তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।