DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

সিংগাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুরে গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে সিংগাইর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাত ৩ টার দিকে সিংগাইর থানা ও মিরপুর থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সায়েদুল উপজেলার সিংগাইর পৌরসভার ২ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লার মৃত. রফিকুল ইসলাম পরানের ছেলে।

উল্লেখ্য, সিংগাইরে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গোবিন্ধল গ্রামের ৪ জন নিহত হয়। এ ঘটনায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে সিংগাইর থানাসহ আদালতে ৪টি মামলা করা হয়। সায়েদুল ওই মামলায় এজাহারভুক্ত আসামি। তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সায়েদুলকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করেছেন।