সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী সীমান্তে এলাকায় খেলার মাঠের দখল নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ও স্থানীয় বাংলাদেশি জনগণের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবি’র হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তের আমস্বপ্ন এলাকার এই খেলার মাঠ দীর্ঘদিন ধরে বাংলাদেশের দখলে ছিল। ২০১৫ সালে ছিটমহল বিনিময় চুক্তির আওতায় এই মাঠটি ভারতের অংশ হিসেবে দিয়ে দেয়া হলেও এতদিন এটি অপদখলীয় ভূমি হিসেবেই বাংলাদেশের মানুষ ব্যবহার করে আসছেন।’ তিনি বলেন, ‘বিএসএফ ও বিজিবির নিয়মিত যৌথ সীমান্ত জরিপ চলাকালীন সময়ে এই মাঠটি যে ভারতের অংশ তা সাধারণ মানুষ বুঝতে পারেননি। তারা ধরে নিয়েছেন যে মাঠটি ভারত নিয়ে যাচ্ছে, এ কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’ তিনি আরও বলেন, পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যৌথ জরিপ দল পরবর্তিতে জরিপকার্য পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।