ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত এই জনকল্যাণমূলক কার্যক্রমটি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখযোগ্য এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ভেদুরিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ হাসনাইন, সেক্রেটারি ডা. বজলুর রহমান এবং অর্থ সম্পাদক মেজবাহ উদ্দিন ফিরোজ। পাশাপাশি ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে শ্রম দিয়ে অংশ নিচ্ছেন এই রাস্তাসংস্কারে।
দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকা এই সড়কে বর্ষা মৌসুমে চলাচল ছিল প্রায় অসম্ভব। মাটি ও ইট ফেলে রাস্তা মেরামতের ফলে এখন সেখানে নতুন করে গতি ফিরে এসেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রাস্তায় চলাচল ছিল চরম দুর্বিষহ। জামায়াত যে এগিয়ে এসে কাজ শুরু করেছে, তা আমাদের জন্য সত্যিকারের স্বস্তির বিষয়। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।”
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, কথায় নয়—কাজে বিশ্বাসী হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থাকতে চায়। জনদুর্ভোগ লাঘবই তাদের মানবিক ও নৈতিক দায়িত্ব বলে মনে করেন তারা।
এলাকাবাসীর সহযোগিতায় কাজ দ্রুত অগ্রসর হচ্ছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ প্রমাণ করে, রাজনৈতিক দল হিসেবে জামায়াত শুধু বক্তব্যেই নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমেই মানুষের হৃদয়ে স্থান করে নিতে চায়।