শরীয়তপুরের সখিপুরে পানিতে ডুবে ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্প্রতি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জান্নাত নামে ৩ বছরের আরও এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহত দুই পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শিশু ইমন হোসেনের বাবা বাদল সরকার ও তাউহিদ ইসলামের বাবা শাহ-আলম বেপারি উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।