মুন্সীগঞ্জ সংবাদদাতা : শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বাড়াতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা। অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের আওতায় শনিবার সকাল ১০টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এ প্রতিযোগিতা হয়। এতে ৬টি টেকনোলজি বিভাগের মোট ৪৫ জন শিক্ষার্থী অংশ নেন এবং ১৬টি প্রজেক্ট প্রদর্শন করেন। শিক্ষার্থীরা তাদের আবিষ্কার, এর কার্যকারিতা ও সমাজে গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিফ জামান, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক দীপংকর নন্দী। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।
কাজী হুমায়ুন রশীদ বলেন, “আজকের প্রজেক্টগুলো ছিলো ব্যতিক্রম। আমি আশা করি বাংলাদেশের সবচেয়ে ইউনিক আইডিয়া আসবে মুন্সিগঞ্জ পলিটেকনিক থেকে। দেশের ইঞ্জিনিয়াররা ট্রাফিক সমস্যার সমাধান করবে, পুলিশকে সহযোগিতা করবে এবং এমন উদ্ভাবন করবে যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে।”
প্রতিযোগিতায় ইলেকট্রিক্যাল টেকনোলজির ইন্টেলিজেন্ট সিভিল সিস্টেম ১ম, কম্পিউটার টেকনোলজির রোগী ও ডাক্তারের অনলাইন প্ল্যাটফর্ম অ্যাপস ২য় এবং সিভিল টেকনোলজির ইলেকট্রিক্যাল ল্যাম্পপোস্ট ইউজড অ্যাজ ওয়াটার রিসিভার ফর হাইড্রেন্ট সিস্টেম ৩য় স্থান অর্জন করে।