মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সচেতন নাগরিক সমাজ। রাজনগর উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে সোমবার উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউএনও নেতৃত্বে সিন্ডিকেট শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ফুসে উঠে উপজেলার সচেতন নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা ব্যাপক প্রতিবাদ করে।রাজনগর সদর ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলাম মাল্লুমের সভাপতিত্বে ও সাংবাদিক আহমদ উর রহমান ইমরানের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজনগর ইয়ুথ ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম রাসেল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম বকুল, সমাজকর্মী আজিজুল হক রিপন, রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাছুমুর রহমান, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ তোয়াবুর রহমান, সাংবাদিক মো. ফরহাদ হোসেন, চিকিৎসক শাহ আবুবকর সুমন, ব্যবসায়ী ফয়ছল আহমদ প্রমুখ, এ সিন্ডিকেটের মূলহুতা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা, কম্পিউটার অপারেটর অনুপ চন্দ্র দাশ ও প্রশাসনিক কর্মকর্তা মো: বাদশা মিয়া’র সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
গ্রাম-গঞ্জ-শহর
দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানববন্ধন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
Printed Edition