আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে পৃথক মতবিনিময় করেছেন ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ।
গতকাল বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সাথে ইসলামী ও সমমনা ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ৬ ডিসেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ কমিশনার মহোদয় সমাবেশের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার ব্যাপারে আশ^াস প্রদান করেন। এদিকে গতকাল বুধবার বিকেলে পৃথক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সাথে মতবিনিময় করেন ৮ দলের নেতৃবৃন্দ। এসময় ৮ দলের পক্ষ থেকে সিসিকের কাছে মাঠ ও পানির ব্যবস্থাপনাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সিসিক কর্তৃপক্ষও সমাবেশে সার্বিক সহযোগিতার ব্যাপারে ৮দল নেতৃবৃন্দকে আশ^স্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার প্রমুখ।