বামনা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামে ৫ সন্তানের জনককে স্ত্রী ও পরকীয়া প্রেমিক গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে।

গত ১৪ ডিসেম্বর নিজ বাড়ীতে এ হত্যার ঘটনা ঘটে। পরকীয়া প্রেমিক ও স্ত্রী নাজমা বেগম গুমের ঔষধ সেবনের মাধ্যমে ঘুম পড়িয়ে হত্যার ঘটনা স্বীকার করে বলেন প্রতিদিন আমাকে ও আমার সন্তানদের মারধর করত তাই এই নির্যাতন সহ্য করতে না পেড়ে বিকাল ৩ ঘটিকায় ঘুমন্ত অবস্হায় আমি তার গলা চেপে ধরি এবং আল আমিন পা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে ঐদিন ৪ ঘটিকায় ঘটনা জানা জানি হয় এবং বামনা থানা পুলিশ আমাদের থানায় নিয়ে আসেন ।

এ ঘটনায় জড়িত স্ত্রী নাজমা বেগম (৩৮) ও পরকীয়া প্রেমিক আল আমিন (৩০) কে পুলিশ আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ঘোপখালী গ্রামের প্রবাসি মো: আবদুল জলিল (৪৫) গত ১৫ দিন আগে সৌদিআরব থেকে বাড়ীতে আসেন।

এদিকে একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন (৩০) গৃহকর্মী হিসেবে ৫ বছর ধরে প্রবাসী আবদুল জলিলের ঘরে কাজ করতেন। কিন্তু স্থানীয়দের র্বণনা স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা বেগম তার গৃহকর্মী আল আমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক রবিবার দুপুরে নিজ বসতঘরে আব্দুল জলিল কে ঘুমের ঔষধ সেবনের মাধ্যমে অচেতন করে গলা টিপে হত্যা করে।

এ ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গত রাত ৭ টার সময় লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্টের জন্য থানায় নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

এ বিষয়ে বামনা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন জানান লাশ উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আবদুল জলিলের স্ত্রী ও গৃহকর্মী আল আমিনকে আটক করা হয়েছে। লাশ পোস্টমটামে প্রেরন করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধিন।